নোটিশ

August 29, 2025

সম্মানীত প্রেসক্লাব জামালপুর এর প্রতিষ্ঠাতাকালীন কর্মকর্তা সদস্যবৃন্দ। আন্তরিক সালাম ও ভালোবাসা নিবেন। আপনারা সবাই জেনে আনন্দিত এবং গর্বিত হবেন।

আপনাদের অক্লান্তিক প্রচেষ্টা ও শ্রম ও মেধায় তিলতিল করে গড়ে উঠা প্রেসক্লাবটি ২০২৪ সালের ফ্রেব্রুয়ারিতে কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছিল।

দেখতে দেখতে ১৮ মাস অতিবাহিত করেছি প্রিয় সংগঠনটির পথচলা।

সেই পথচলায় সকলের আন্তরিকতার কোন কমতি ছিল না।

সকলেই সংগঠনের অগ্রযাত্রায় নিজেদের সম্পৃক্ত করেছেন। শত ব্যস্ততায় ছুটে এসেছেন। সহযোগীতা করেছেন।

একটি নতুন সংগঠন প্রতিষ্ঠাতায় এটি যেন এক বিরল ইতিহাস।

এই ক্লাবটির আর্দশ ধরে রাখার প্রাণপন চেষ্টা ছিল সকলের ঐতিহাসিক ঘটনা। ফলে জেলার অপসাংবাদিকতা ভিড়েও আমরা সেরা। প্রশাসন থেকে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের কাছে পেশাদার গণমাধ্যম কর্মীদের প্লাটফর্ম হিসাবে স্বীকৃতি পেয়েছি আমরাই।

এর ধারাবাহিকতা সামনে আরো এগিয়ে যাবে আশা করছি।

আপনাদের সকলের সদয় অবগতি জন্য জানানো যাচ্ছে।

ক্লাবের গঠনতন্ত্র, সদস্য ফরম এবং বাংলাদেশে এই প্রথম জাতীয় প্রেসক্লাব ব্যতিত কোন ক্লাব গুগুল পেইজে স্থান পেয়েছে সেটা প্রেসক্লাব জামালপুর।

এই পেইজটি আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধনের অপেক্ষায় আছে। ইতিমধ্যেই আমাদের এই পেইজে যুক্ত হয়েছে বিশ্বের ১৮ টি দেশ।

প্রায় ৪০ হাজার ফলোয়ার প্রতিদিন আপনাদের সাথে থাকছেন।

আশা করছি পৃথিবী জুড়ে আপনারাই এগিয়ে যাবেন।

তবে আপনারা জেনে খুশি হবেন। আগামী ১০ সেপ্টেম্বর ক্লাবের সাধারন সভা করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা করা প্রয়োজন। নীতি নির্দ্ধারনী পর্যায়ে কথা বলে তারিখ ও সময় ঠিক করবো।

সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে।

আশা করবো সভাপতি সাধারণ সম্পাদক পদে দায়িত্বশীলরা স্থান পাবেন।

এ ব্যাপারে আগামীকাল শনিবার রাত ৮ টায় ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আশা করছি সকলেই উপস্থিত থাকবেন।

জাহাঙ্গীর আলম
সাধারণ সম্পাদক
প্রেসক্লাব জামালপুর
২৯.০৮.২০২৫

Attachment