সাংবাদিকের মোটর সাইকেল চুরি, ওসির প্রত্যাহারের দাবি

September 02, 2025

সাংবাদিকের মোটর সাইকেল চুরি, ওসির প্রত্যাহারের দাবি

প্রেসক্লাব জামালপুরের সম্মানীত যুগ্ম সাধারণ সম্পাদক, ইন্ডিপেনডেন্ট ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভনের এপাচি আরটিআর মোটরসাইকেলটি (০২ সেপ্টেম্বর) গভীর রাতে তার সর্দারপাড়াস্থ বাসার নিচে থেকে চুরি হয়ে গেছে।

এর আগেও তার আরেক মোটর সাইকেল চুরি হয়।

এর আগে গত (৫ জুন) প্রেসক্লাব জামালপুরের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা টাইমস ও ডেইলি সান পত্রিকার সাংবাদিক ইমরান মাহমুদের মোটর সাইকেল শহরের পাঁচরাস্তা মোড় সংলগ্ন বাসার সামনে থেকে নিয়ে যায়।

এ বিষয়ে সদর থানায় জিডি দায়ের পর দীর্ঘ ৩ মাসে মোটর সাইকেল উদ্ধার হয়নি।

জামালপুর শহরের প্রাণ কেন্দ্র দফায় দফায় সাংবাদিকদের মোটর সাইকেল চুরি ও বাসা বাড়িতে চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসক্লাব জামালপুর।

আজ ২ সেপ্টেম্বর প্রেসক্লাব জামালপুরের সাংবাদিক নেতৃবৃন্দ দুপুর সাড়ে ১২ জামালপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম মহোদয়ের সাথে মত বিনিময় করেছেন।

পুলিশ সুপার মোটরসাইকেল চুরির ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, শহরের প্রাণ কেন্দ্র থেকে তার মোটর সাইকেল চুরি এটা মেনে নিতে পারি না। পুলিশ এই ঘটনার দায় কোন ভাবেই এড়াতে পারে না।

তিনি মোটর সাইকেল চুরির সাথে জড়িতদের দ্রুত আিনের আওতায় নিয়ে আসার আহবান জানান। এ ছাড়া সাংবাদিকদের সদর থানার ওসি প্রত্যাহারের দাবির বিষয়টি দেখবেন বলে জানান।

Attachment